ডেস্কটপের আইকন সিলেক্ট হয়ে আছে? কোন চিন্তা নাই... :)

আমরা বিভিন্ন সময়ে দেখি Desktop এর অনেক শর্টকাট আইকন (icon) সিলেক্ট হয়ে আছে। 
আর icon গুলোর পেছনে নীল রঙের এক ধরনের shade box দেখা যায়
এই সমস্যা ৩টি পদ্ধতিতে সমাধান করা যেতে পারে।

একটি পদ্ধতিতে না হলে, অন্যটি অনুসরণ করুন।


প্রথম পদ্ধতিঃ

1. Desktop এর যেকোন ফাঁকা জায়গায় Right-click করুন।
2. Properties গিয়ে Desktop ট্যাব এ ক্লিক করুন। নিচের বামপাশ থেকে Customize desktop ক্লিক করুন।


https://www.facebook.com/techs24



https://www.facebook.com/techs24


3. এখন Web ট্যাব থেকে My current homepage ছাড়া সব গুলি delete করে দিন।

https://www.facebook.com/techs24


4. তারপর,  My current homepage Lock desktop icons টিক চিহ্ন থাকলে তুলে দিয়ে Ok করুন।



 অথবা



দ্বিতীয় পদ্ধতিঃ 

Desktop এর ফাঁকা জায়গায় Right-click করে Arrange icons by নির্বাচন করুন
এরপর Lock web items on the desktop
টিক দেয়া থাকলে তা তুলে দিন




অথবা



তৃতীয় পদ্ধতিঃ 

1. My computer Right-click করুন
2. Properties গিয়ে Advanced ট্যাবের Performance সেকশন থেকে Settings ক্লিক করুন
3. Use drop shadows for icon labels on the desktop বক্সটিতে মার্ক করা থাকলে, তুলে দিন। এবং Ok করুন।




অনেক ধন্যবাদ। :)

facebook page এর মাধ্যমে কম্পিউটার এর সমস্যা জানাতে পারেন।

www.facebook.com/techs24

No comments:

Post a Comment