USB port বন্ধ রাখবেন যেভাবে...

আপনার কম্পিউটারে যেন অন্য কেউ কোন ডিভাইস ব্যাবহার করতে না পারে, তার জন্য আপনার কম্পিউটারের USB port বন্ধ রাখার প্রয়োজন পড়তে পারে।

দেখে নিন কিভবে কাজটি করবেন।


1. Desktop থেকে My Computer রাইট ক্লিক (right click) করুন।

2.এরপর Manage এ ক্লিক করুন।

http://techs24bd.blogspot.com/


3. তারপর Device Manager এ ক্লিক করলে, ডান পাশে একটা লিস্ট আসবে, এখান থেকে Universal Serial Bus controllers এ ক্লিক করুন।



4. নিচে নিচে একটা লিস্ট আসবে, এখান থেকে USB Root Hub রাইট ক্লিক (right click) করে Disable চাপুন, তাহলে কম্পিউটারে আর Pen drive এবং  Modem কোন কিছুই ব্যবহার করা যাবে না।

তবে
আবার Enable করে দিলে আপনার USB device ব্যবহার করতে পারবেন।



অনেক ধন্যবাদ। :)


নিচে কমেন্ট করতে পারেন।

No comments:

Post a Comment