LOCK YOUR FOLDER EASILY... now
এখন আর ফোল্ডার লক করা নিয়ে চিন্তা নেই। :)
উইন্ডোজ ব্যবহারকারীরা খুব সহজেই কম্পিউটার এর যেকোন ফোল্ডার লক করুন ছোট্ট একটি সফটয়্যার এর মাধ্যমে পাসওয়ার্ড দিয়ে।
দাঁড়ান দাঁড়ান!! এই সফটয়্যার আপনি সেই ফোল্ডারেই রেখে ক্লিক করে লক করতে পারবেন।
1. প্রথমে এই
সফটওয়্যারটি নিচের যেকোন একটি লিঙ্ক
থেকে ডাউনলোড করে নিন।
2. তারপর আপনি যে ফোল্ডারটি লক করবেন, সেই ফোল্ডারে ঐ সফটওয়্যারটি কপি করুন।
3. এখন সফটওয়্যারটিতে double click করে open করুন। নিচের ছবির মত দেখতে পাবেন।
4. এবার আপনি যে
পাসওয়ার্ড দিয়ে আপনার ফোল্ডারটি লক করতে চান সেই পাসওয়ার্ডটি প্রথম ও দ্বিতীয় ঘরে লিখুন।
5. OK ক্লিক করুন। দেখবেন ঐ ফোল্ডারের সব ফাইল বা ফোল্ডার hide হয়ে
যাবে।
হয়ে গেল আপনার ফোল্ডারে লক করার কাজ।
সেই ফোল্ডারটি আবার আনলক করতে, যা
করতে হবে-
1. ফোল্ডারে double click করে open করুন।
2. ভিতরের সফটওয়্যারে ক্লিক করুন।
3. পাসওয়ার্ডটি লিখে unprotect এ ক্লিক করুন।
a. নতুন যে উইন্ডোটি আসবে সেটার তিনটি অপশন থেকে যেটি আপনার দরকার
সেটি সেলেক্ট করুন। (এটা আপনি সফটয়্যারটি ব্যবহার করার সময়ই নিজে নিজে বুঝে যাবেন।)
কোন সমস্যা হলে নিচের কমেন্ট বক্সে লিখে জানান।
অনেক ধন্যবাদ। :)
thats good.
ReplyDelete