কমপিউটারের আমরা প্রায়ই উইন্ডোজে (windows)
অথবা বায়োস (BIOS) এ পাসওয়ার্ড ব্যবহার
করে থাকি। আর এই
পাসওয়ার্ড ভুলে যাওয়া খুবই স্বাভাবিক।
কখনো যদি এই পাসওয়ার্ড ভুলে
যান,
তাহলে কীভাবে তা
উদ্ধার করবেন
বা কিভাবে কম্পিউটার চালাবেন আজকে আপনাদের সেটাই বলব।
___________________________
___________________________
___________________________
___________________________
অনেকেই মনে
করেন যে, নতুন
করে উইন্ডোজ সেটআপ
করলে ঠিক হয়ে যাবে। কিন্তু নতুন করে উইন্ডোজ
ইনস্টল করতে গেলে আবার অনেক সময়ের ব্যাপার, আর গুরুত্বপূর্ণ ফাইল মুছে
যাওয়ার সম্ভাবনা তো থাকেই। তাই না?
নতুন করে
উইন্ডোজ সেটআপ না করেও
বায়োসের (BIOS) পাসওয়ার্ড পরিবর্তন করা
যায়।
শুধু আপনার মাদারবোর্ডের ব্যাটারি খুলে আবার লাগান। দেখবেন কম্পিউটার আবার চালু হবে পাসওয়ার্ড ছাড়াই!!
প্রত্যেক কম্পিউটারের মাদারবোর্ডেই একটি ব্যাটারি থাকে। একে CMOS (Complementary metal–oxide–semiconductor)বা কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর বলে।
আপনার কমপিউটার যখন বন্ধ থাকে, তখনও এই ব্যাটারিটি চলতে থাকে অর্থাৎ সবসময়ই এটি চলতে থাকে। আমরা যে ঘড়ি কিংবা মোবাইল ব্যবহার করি সেগুলির ব্যাটারি খুলে আবার লাগালে, আবার টাইম সেট করতে হয়, একইভাবে মাদারবোর্ডের ব্যাটারি (CMOS) খুলে, কিছুক্ষণ পর লাগালে বায়োসের (BIOS) পাসওয়ার্ড নষ্ট হয়ে যায়। পরে আবার নতুন পাসওয়ার্ড দেয়া যায়।
অনেক ধন্যবাদ। :)
নিচে কমেন্ট করে জানাতে পারেন।
No comments:
Post a Comment